সবকিছু ঠিক থাকলে স্বল্প সময়ের কোচিং ক্যারিয়ারে কোনো বিদেশি লিগের এই প্রথমবার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের এই মারকুটে ব্যাটসম্যান।
বুধবার (০৯ অক্টোবর) মিরপুরের একাডেমি মাঠে তিনি তার অনুভূতির কথা জানান।
জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন আফতাব আহমেদ। এ নিয়ে তিনি বলেন, ‘প্রথমেই বিসিবিকে ধন্যবাদ জানাই এজন্য যে তারা আমাদের সাবেক ক্রিকেটার যারা ছিলেন তাদের মাঠে সুযোগ করে দেয়ার জন্য। এই বছর প্রথমবারের মতো চট্টগ্রামের হেড কোচ হিসেবে কাজ করবো, আমি অবশ্যই কিছুটা উত্তেজিত। শেষ ৮-১০ বছরে আমরা এক জায়গাতে আটকে আছি। প্রথম বছর এসে আমি হয়তো অনেক কিছু করতে পারব না। ’
বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগে আফতাবের দল চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হবে ঢাকা মেট্রো। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরএআর/এমএমএস