রোববার (১৩ অক্টেবর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চারদিনের টেস্টের শেষদিনে মনির হোসেন ও তানভীর ইসলামের তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে গেছে সিলেট। আর তাতেই দিনের অর্ধেক সময় বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৭ রান দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সিলেট। চতুর্থ ও শেষ দিনে ব্যাটিংয়ে নেমে পুনরায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দলীয় ৫০ রানের মাথায় দিনের প্রথম উইকেট এনামুল এক জুনিয়রকে (১১) হারায় সিলেট। জাকির হোসেন (১১) ফিরেন নুরুজ্জামানের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে। এর পরপরই তানভীরের বলে আউট হোন ওপেনার ইমতিয়াজ হোসেন (৩৫)।
দলের দুঃসময়ে দাঁড়াতে পারেননি অধিনায়ক কাপালিও। ব্যক্তিগত ১৬ রানের মাথায় মনিরের বলে তানভীরকে ক্যাচ তুলে দেন তিনি। মাটি কামড়ে পড়েছিলেন জাকের আলী। শেষ পযর্ন্ত এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কল্যাণে তিন অঙ্কের দেখা পায় সিলেট। শেষ পযর্ন্ত ১১৪ বল খেলে ৪৫ রানে অপরাজিত ছিলেন তিনি।
জাকের ফিফটি বঞ্চিত হয়েছেন পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। সিলেটের শেষ চার ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন ‘ডাক’ নিয়ে। তার মধ্যে শাহানুর রহমান ও রেজাউর রহমানকে তুলে নেন তানভীর। মনির ফেরান ইমরান আলী ও রুয়েল মিয়াকে।
বরিশালের হয়ে ৪ উইকেট নিয়েছেন তানভীর। ৩ উইকেটে শিকার করেছেন মনির। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সিলেটের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া কামরুল ইসলাম বাপ্পি।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইউবি