রোববার (২৭ অক্টোবর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে সবুজ দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয় লাল দল।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাস ছাড়া লাল দলের কোনো ব্যাটসম্যানই বলার মতো রান পাননি। সর্বোচ্চ ৩৬ রান করে আউট হন লিটন। এছাড়া নাইম হাসান করেন ২১ রান। সৌম্য সরকার (০), আফিফ হোসাইন (৮), মুশফিকুর রহিম (৪), মাহমুদউল্লাহ রিয়াদ (৭), মোসাদ্দেক হোসাইন (১) সবাই ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। ফলাফল, ১৭.৩ ওভারে ৯৩ রানে অলআউট দলটি।
সবুজ দলের আরাফাত সানি তিনটি, তাইজুল ইসলাম দু’টি, আল আমিন হোসাইন, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসাইন একটি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস ও ইয়াসির আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে সবুজ দল। ইয়াসির সর্বোচ্চ ৩৯ ও ইমরুল ৩২ রান করেন। এছাড়া, নাঈম শেখ করেন ২৯ রান।
লাল দলের আবু হায়দার ও আমিনুল বিপ্লব তিনটি এবং শফিউল ইসলাম ও নাইম হাসান একটি করে উইকেট নেন।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরএআর/একে