ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে জায়গা পেয়ে পাপুয়া নিউগিনির ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
বিশ্বকাপে জায়গা পেয়ে পাপুয়া নিউগিনির ইতিহাস ছবি:সংগৃহীত

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো পাপুয়া নিউগিনি। বাছাইপর্বে ম্যাচে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশটি।

কেনিয়ার বিপক্ষে ৪৫ রানের জয়ে পথ সহজ করে নেয় পাপুয়া নিউগিনি। তবে গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডস জয় পেলেও নির্দিষ্ট ওভারে লক্ষ্যে পৌঁছাতে না পারায় পাপুয়া নিউগিনি উঠে যায়।

অন্যথায় বিশ্বকাপে সুযোগ হতো ডাচদের।

কেনিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১১৮ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। তবে পরে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় কেনিয়া।

অন্যদিকে ‘বি’ গ্রুপে জার্সির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারলো না ওমান। তারা হেরে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড।

বাছাইপর্বের নিয়ম অনুযায়ী দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি পাবে বিশ্বকাপে খেলার টিকিট। এছাড়া দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দল খেলবে প্লে’অফ। এরপর সেখান থেকে দুই দল পাবে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।