সোমবার (২৮ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে ১৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারালেও, সানজিদা ইসলামে লড়াকু ব্যাটিং বাংলাদেশকে আশা দেখায়।
আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান রুমানা আহমেদ এদিন শূন্য রানে বিদায় নেন। তবে শেষ দিকে ফাজানা হকের ১৯ বলে ঝড়ো ৩০ রান জয়ের খুব কাছে নিয়ে যায়। দলের হয়ে এছাড়া ২১ রান করেন নিজার সুলতানা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫২ করতে পারে সফরকারী দলটি।
পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান সাদিয়া ইকবাল। এছাড়া একটি করে উইকেট নেন দিয়ানা বেগ, আনাম আমিন ও সানা মীর।
টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক বিসমাহ মারুফ ও ওপেনার জাভেরিয়া খানের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। বিসমাহ ৫০ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। আর ৪৪ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৫২ রান আসে জাভেরিয়ার ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে জাহানারা আলম দুটি ও লতা মন্ডল একটি উইকেট পান।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর, ২৮, ২০১৯
এমএমএস