সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায়, প্রথম শ্রেণির ক্রিকেটাররা টায়ার ওয়ানে আগে যেখানে ৩৫ হাজার টাকা পেত, এখন তা ৭১ শতাংশ বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে। আর টায়ার টু’তে ২৫ হাজার টাকা পাওয়া ক্রিকেটারদের ম্যাচ ফি ১০০ শতাংশ বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে।
আগের দুই টায়ারের ক্রিকেটারদের ভ্রমণ খরচ বাবদ একজনের জন্য ছিল ২৫’শ টাকা। তবে নতুন নিয়মে স্বাভাবিকভাবে যেসব ভেন্যুতে বিমানবন্দরের ব্যবস্থা থাকবে, সেখানে প্লেন খরচ দেওয়া হবে। আর বিমানবন্দরের ব্যবস্থা না থাকলে ৩৫’শ টাকা দেওয়া হবে।
প্রথম শ্রেণির ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের দৈনিক ভাতা আগে ছিল ১৫’শ টাকা। তবে এখন ৬৭ শতাংশ বাড়িয়ে তা ২৫’শ টাকা করা হয়েছে।
প্রথম শ্রেণির চলমান মৌসুম থেকেই এই নিয়ম চলবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএমএস/আরএআর