ভারতীয় উৎসব দীপাবলির সময় দিল্লির আবহাওয়া আরও খারাপের দিকে যায়। যেখানে উৎসবটির এক সপ্তাহ পরেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তারা ও দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশন অবশ্য জানিয়েছে বায়ুদূষণে তাদের খুব একটা কিছু করার নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে তাদের বিশ্বাস।
ভারতীয় বোর্ডের একটি সূত্র এ প্রসঙ্গে বলেন, ‘আমরা দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির সঙ্গে আলোচনা করে এবং অনুমতি নিয়েই ৩ নভেম্বর খেলার তারিখ নির্ধারণ করেছি। ’ তবে তাকে জিজ্ঞেস করা হয় পরিস্থিতি যদি তখন খারাপের দিকে যায়? উত্তরে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছুই ঠিক করা আছে। আমি মনে করি না পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে। ’
ভারতের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অবশ্য এখানকার বায়ুদূষণের মাত্রা খুবই খারাপ বলে জানিয়েছে। ৩০১-৪০০ মাত্রাটি খুবই খারাপ বলে বিবেচিত হয়। আর একিউআইয়ের মতে শহরটিতে এখন ৩৫৭ চলছে।
এর আগে ২০১৭ সালের ডিসেম্বর এই মাঠেই ব্যতিক্রমী কিছু চিত্র দেখা যায়। ভারত-শ্রীলঙ্কার সেই ম্যাচে বায়ুদূষণের কারণে ফিল্ডিংয়ে থাকা লঙ্কান প্রায় সব ক্রিকেটারই মুখে মাস্ক পরে নেমেছিলে। এ ব্যাপারটি তখন বেশ বিব্রতই করে ভারত তথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএমএস