ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

রাজশাহী লিড নিলেও চালকের আসনে রংপুর, ড্রয়ের পথে খুলনা-ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, অক্টোবর ২৮, ২০১৯
রাজশাহী লিড নিলেও চালকের আসনে রংপুর, ড্রয়ের পথে খুলনা-ঢাকা প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয় এ ইনিংসেও ৬১ রানে অপরাজিত আছেন

রংপুর বিভাগের প্রথম ইনিংসে ২৭৪ রানের পর রাজশাহী দ্বিতীয় ইনিংসে নেমে ১২৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছে। টায়ার ওয়ানে কক্সবাজারে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের এ ম্যাচে তৃতীয় দিন শেষে রাজশাহী ৫৬ রানের লিড নিয়েছে। তবে হাতে আছে আর ৪ উইকেট। যেখানে চার দিনের এ ম্যাচে রাজশাহী নিজেদের প্রথম ইনিংসে ২০১ রান করেছিল।

রাজশাহী হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ব্যাটসম্যানরা রংপুর স্পিনারদের ঘূর্ণিতে উইকেট বিলিয়ে দেয়। সর্বোচ্চ ৩৪ রান করেন জুনায়েদ সিদ্দিকী।

রংপুরের সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান ও তানবীর হায়দার দুটি করে উইকেট পান।

কক্সবাজারের আরেক মাঠে টায়ার ওয়ানের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে নামে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। যেখানে দিন শেষে খুলনা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে। ২০০ রানে লিড নিয়েছে তারা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয় এ ইনিংসেও ৬১ রানে অপরাজিত আছেন। এছাড়া ৬৬ করে বিদায় নেন ইমরান উজ্জামান।

এর আগে ঢাকা বিভাগ চার টডঅর্ডারের হাফসেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩১৬ রান করে। রনি তালুকদার (৭৩), জয়রাজ শেখ (৫১), সাইফ হাসান (৭২) ও রকিবুল হাসান ফিফটির দেখা পান। খুলনার হয়ে স্পিনার মেদেহি হাসান ৪টি ও আব্দুর রাজ্জাক ৩টি উইকেট পান।

খুলনা নিজেদের প্রথম ইনিংসে ৩৭১ রান করেছিল।

এদিকে রাজশাহীতে টায়ার টু’র ম্যাচে প্রথম দুই দিন বাজে আবহাওয়ার কারণে পরিত্যক্ত হলেও, তৃতীয় দিন খেলা শুরু হয়। তবে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা সিলেট বিভাগ নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক অলক কাপালি।

চট্টগ্রাম বিভাগের হয়ে ইরফান হোসেন ৬টি উইকেট নেন। হাসান মাহমুদ পান তিনটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম পিনাক ঘোষের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিন শেষ করেছে। ঝড়ো সেঞ্চুরি করা পিনাক ৮৩ বলে ১৬টি চার ও দুটি ছক্কায় বরাবর ১০০ রান করেন। চট্টগ্রামের লিড দাঁড়িয়েছে ২৮ রান।

সিলেটের হয়ে এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ রাহি দুটি করে উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ