তামিমের পরিবর্তে ইমরুল কায়েসকে অনুশীলনে আনা হলেও শেষ পর্যন্ত হয়তো তাকে না-ও নেওয়া হতে পারে। সাইফউদ্দিনের পরিবর্তে কাকে নেওয়া হবে সেটাও নিশ্চিত করা হয়নি।
সোমবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, টি-টোয়েন্টি দল ঘোষণা দিতে একটু দেরি হবে।
তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টি দল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২-১টার দিকে ঘোষণা দেবো। আমাদের টেস্ট দল ঘোষণা দিতে কিছু সময় লাগবে। আগামী দুই-তিন দিন পর আমরা ঘোষণা দেবো। টি-টোয়েন্টি দলের ব্যাপারে অভ্যন্তরীণ কিছু ব্যাপার আছে এ জন্যই আমরা একদিন পিছিয়েছি। যেহেতু দুই একটা পরিবর্তন আসছে যেমন তামিম যাচ্ছে না সাইফউদ্দিনের ইনজুরি সেক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করেই দিচ্ছি। ’
আগামী ৩ নভেম্বর টি-টোয়ন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের ভারত সফর। ০৭ ও ১০ নভেম্বর হবে বাকি দু'টি টি-টোয়েন্টি। ১৪ এবং ২২ নভেম্বর হবে দু'টি টেস্ট ম্যাচ।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএআর/আরআইএস/