মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে লাল দল। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩০ রানে থেমে যায় সবুজ দলের ইনিংস।
১৪২ টার্গেটে ব্যাট করতে নেমে লাল দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে ঘাম ঝড়াতে হয় সবুজ দলের ব্যাটসম্যানদের। নাজমুল হোসেন শান্ত ও ইমরুল কায়েস ছাড়া কেউ বড় রানের দেখা পায় নি। ৭ উইকেটে ১৩০ রানে থেমে যেতে হয় সবুজ দলকে। শান্ত ৩৪ ও ইমরুল ৩২ রান করেন।
লাল দলের শফিউল ইসলাম, আফিফ হোসাইন ও আবু হায়দার রনি ২টি এবং নাইম হাসান ১টি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে লাল দল। মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৫১ বলে ৮১ রান করেন। এছাড়া আফিফ ২৮ রান করেন।
সবুজ দলের এবাদত হোসেন ৩টি এবং আল আমিন হোসেন ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএআর/এইচএডি