এরপর আজ সকাল ৯ টায় পুনরায় মাঠে নেমে ব্যাটিং শুরু করেন দলীয় অধিনায়ক নিপুন ধনাঞ্জয়া ও গামাগে দিনুষা। চতুর্থ দিনের খেলার শুরুতেই উভয়ই অর্ধশতক তুলে নেন।
যদিও ১১০ বলে ৭ টি চার ও ১ টি ছক্কায় ৫৮ রান তোলা গামাগে দিনুষা বাংলাদেশ দলের বলার আশরাফুল ইসলাম সিয়ামের বলে প্রীতম কুমারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। অপরদিকে ১১২ বলে ৬ টি চার ও ৩ টি ছক্কা হাঁকিয়ে ৬৭ রান তোলা শ্রীলঙ্কান অধিনায়ক নিপুন ধনাঞ্জয়া বাংলাদেশ দলের বলার আশরাফুল ইসলাম সিয়ামের বলে সাহাদাত হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।
এরপর বাংলাদেশ দলের বলার আশরাফুল ইসলাম সিয়ামের বলে তৃতীয় শিকার হন চিহান কালিদু। যে ১৬ বলে ১ টি চার ও ১ টি ছক্কা হাঁকিয়ে ১৫ রান তোলেন। সবশেষ মাঠে দলের কবিষ্কা লক্ষন ও ডুনিথ নেথমিকা ভেল্লাজে ব্যাটিং করছেন।
এদিকে বাংলাদেশ দলের হয়ে আশরাফুল ইসলাম সিয়াম দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। এটিও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের ইতিহাসে একটি রেকর্ড। তিনি এখন পর্যন্ত ২৬ ওভার বল করে ৫ মেইডেন নিয়েছেন এবং ৭৬ রান দিয়েছেন। এছাড়া আব্দুল্লাহ হিল গালিব ২ উইকেট নেন। তিনি ১৪ ওভার বল করে ২ টি মেইডেন নিয়ে ৪৪ রান দিয়েছেন। অপরদিকে নোমান চৌধুরী ১৪ ওভার বল করে ৩ টি মেইডেন ওভার ও সর্বোচ্চ ৬৪ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।
সর্বোশেষ এখন পর্যন্ত খেলা হয়েছে ৭৪ ওভার, যেখানে শ্রীলঙ্কা দলের অতিরিক্ত রান এসেছে ২৮ টি।
এরআগে সোমবার (২৮ অক্টোবর) দুপুর ২ টায় বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। চারদিনব্যাপী ম্যাচ গত ২৬ অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ন আবহাওয়ার কারণে গত দুই দিন পরিত্যাক্ত ঘোষণা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএস/এমএমএস