কক্সবাজারে টায়ার-১ এর ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন আগের দিন ৬১ রানে অপরাজিত থাকা এনামুল। সঙ্গী তুষার ইমরান অবশ্য ২১ রান করেই বিদায় নেন।
৭৭ ওভার ব্যাট করে ১ উইকেটে ৩০১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে খুলনা। ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেদি হাসানের বোলিং তোপে মাত্র ১১৯ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। ২৫ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪৬ রান খরচে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। তবে দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় ড্র’র স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে আনামুলের সেঞ্চুরিতে ভর করে ৩৭১ রান সংগ্রহ করেছিল খুলনা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে রনি তালুকদারের ৭৩, সাইফ হাসানের ৭২ এবং জয়রাজ শেখ ও রকিবুল হাসানের ব্যাটে ভর করে ৩১৬ রান করতে সক্ষম হয় ঢাকা।
দুই ইনিংস মিলিয়ে বল হাতে ৯ উইকেট তুলে নিয়েছেন খুলনার মেহেদি। তবে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো এনামুলই নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএইচএম