দিল্লির বায়ুদূষণের কথা মেনে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তবে, অন্যত্র ম্যাচ আয়োজনের যে কথা উঠেছিল, সে ব্যাপারে কিছুই করার নেই বলে জানিয়েছেন তিনি।
এদিকে, টাইগার কোচ দিল্লির বায়ুদূষণ নিয়ে ভারতীয় গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তিনি সেখানে জানান, ‘আবহাওয়া ভালো আছে। এটা মানিয়ে নেওয়ার মতোই। দিল্লিতে খুব গরম নেই, আবার বাতাসও নেই। তবে সব জায়গায় ধোঁয়ার মতো অবস্থা। এখানেই আমাদের খেলতে হবে। সেটা দুই দলের ক্ষেত্রেই সমান। আমি বলবো এমন পরিবেশ খেলার জন্য খুব একটা আদর্শ নয়। ’
তিনি আরও জানান, ‘তবে আমরা আসলে এটি নিয়ে কোনো অভিযোগ করছি না। আমরা নিজেদের যথাসাধ্য প্রস্তুত করে নিচ্ছি। অনুশীলন চালিয়ে যাচ্ছি। এমন পরিবেশে চোখ চুলকাচ্ছে, গলায় সমস্যা হচ্ছে। কিন্তু, তাতে কেই অসুস্থ হয়ে পড়ছে না বা মারা যাচ্ছে না। আমরা মাঠের বাইরে ছয় বা সাত ঘণ্টা এমন আবহাওয়াতে থাকতে চাই না। ম্যাচ হবে তিন ঘণ্টার মতো। অনুশীলন সেশনেও আমরা তিন ঘণ্টার মতো সময় দিয়েছি। ’
আগামী ৩ নভেম্বর দিল্লিতে, ৭ নভেম্বর রাজকোটে আর ১০ নভেম্বর নাগপুরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে। এরপর ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, তারপরেই কলকাতা টেস্ট। বাংলাদেশের বিপক্ষে ভারতের দ্বিতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই টেস্টের।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমআরপি/এমএইচএম