চতুর্থ রাউন্ডের এই ম্যাচে প্রথম দিন রাজশাহী বিভাগ সবকটি উইকেট হারিয়ে তুলেছে ২৩০ রান। দিনের খেলা শেষ হওয়ার আগে ১ ওভারে কোনো রান নিতে পারেনি ঢাকা বিভাগ।
ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার সাব্বির হোসেন ৯ আর মিজানুর রহমান ২২ রানে বিদায় নেন। তিন নম্বরে নেমে জুনায়েদ সিদ্দীকি করেন ৯ রান। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৫৬ রান। সাব্বির রহমান ১২ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। চলতি আসরে আগের তিন ইনিংসে সাব্বিরের স্কোর ছিল ১১, ০ এবং ৮।
রাজশাহীর ইনিংস টানেন মুক্তার আলি। ১১০ বলে দুটি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারিতে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। দলপতি ফরহাদ হোসেন ১৬, শাকির হোসেন ২, সাকলাইন সজীব ২ আর ফরহাদ রেজা ২ রান করেন। মাঝে সানজামুল ইসলাম ১১২ বলে চারটি বাউন্ডারিতে ৪৯ রান করেন।
ঢাকা বিভাগের সুমন খান তিনটি, শুভাগত হোম তিনটি, সালাউদ্দিন শাকিল দুটি আর জুবায়ের হোসেন দুটি করে উইকেট পান। নাজমুল ইসলাম আর তাইবুর রহমান কোনো উইকেট তুলতে পারেননি।
দিন শেষে ১ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় ঢাকা বিভাগ। ওপেনিংয়ে নামেন আবদুল মজিদ এবং সাইফ হাসান। বিনা উইকেটে কোনো রান পায়নি ঢাকা বিভাগ।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমআরপি