ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে আমন্ত্রণ জানালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
দ.আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে আমন্ত্রণ জানালো পাকিস্তান ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে আগামী মার্চে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

লাহোরে সংবাদ মাধ্যমকে ওয়াসিম আরও জানান, আগামী ডিসেম্বরে রাওয়ালপিন্ডি ও করাচিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের দলকে পাঠানোর ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।

শ্রীলঙ্কা আগামী সাপ্তাহের মধ্যে এই সিরিজের ব্যাপারে নিশ্চিত করবে।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে শ্রীলঙ্কার সাথে সম্প্রতি ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ’

ওয়াসিম আরও বলেন, ‘দক্ষিণ-আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) সাথে আমাদের কথা হচ্ছে। আমরা আশাবাদী তারা আগামী মার্চে সফরে আসবে। আর আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি দু’দলের জন্য গুরত্ব বহন করবে।

একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, দক্ষিণ আফ্রিকা আগামী বছর মার্চে এই সিরিজ খেলতে ইতিবাচক সাড়া দিয়েছে।

খান আরও যোগ করেন, ‘একটি ভালো দিক হচ্ছে বর্তমানে বাংলাদেশ নারী দল ও অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তানে সিরিজ খেলছে। আর আমরা আশাবাদী বাংলাদেশ তাদের সিনিয়র দলকে টি-টোয়েন্টি সিরেজের জন্য পাকিস্তান পাঠাবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।