বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার (১১ নভেম্বর) জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে টায়ার-ওয়ানে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে নাসিরের সেঞ্চুরির ওপর ভর করে ২১২ রানের লিড নিয়েছে রংপুর বিভাগ।
নাসিরের অপরাজিত ১০৪ রানের সুবাদে রংপুর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২০০ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে।
এর আগে ৫ উইকেটে ১৯৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ঢাকা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাদিফ চৌধুরি (২৯) ও আরাফাত সানি (১৯) চেষ্টা করেছিলেন দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার। তবে ঢাকাকে প্রথম ইনিংসে ২২২ রানে অলঅাউট করে দেন মুকিদুল ইসলাম।
১৭ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন মুকিদুল। আলাউদ্দিন বাবুর শিকার ২টি। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন আরিফুল হক ও নাসির।
১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দলীয় ২০ রানে রিশাদ হোসেন (৫) ও সোহরাওয়ার্দী শুভকে (১) হারালে রংপুরকে রক্ষা করে নাসিরের ব্যাট। ওপেনার মেহেদী মারুফ (১৭), আরিফুল হক (৩০), তানভীর হায়দারের (৯) সঙ্গে ছোট ছোট জুটি গড়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান নাসির।
ঢাকার হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি ও তাইবুর রহমান। বাকি উইকেটটি নিয়েছেন নাজমুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
ইউবি