সাম্প্রতিক সময়ে নিজের ছায়া হয়েই থাকতে হচ্ছে মোস্তাফিজকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোনো উইকেট পাননি।
তবে, প্রতিপক্ষের অধিনায়ক কোহলি মোস্তাফিজের ব্যাপারে বাড়তি সতর্কতার কথাই জানালেন। বাঁহাতি এই পেসার টেস্ট সিরিজে হুমকি হয়ে উঠতে পারেন বলে সতীর্থদের সতর্ক করেছেন ভারত অধিনায়ক। বুধবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে কোহলি জানালেন, ‘সে খুবই ভালো বোলার। আমরা তার বিপক্ষে খেলেছি। তবে লাল বলে তার বিপক্ষে খেলা হয়নি। যেকোনো বাঁহাতি পেসারই একটু অন্যরকম। মোস্তাফিজের ব্যাপারে একটু বাড়তি মনোযোগ রাখতে হবে। এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ভালোভাবে উতরে যেতে হবে। ’
কোহলি আরও জানান, ‘আমাদের দলে বেশি বাঁহাতি পেসার না থাকায় তাদের বিপক্ষে খেলা হয়নি। আমার মনে হয়, মোস্তাফিজ বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ বোলার। সে হিসেবটি মাথায় রেখেই আমাদের খেলতে হবে। সেক্ষেত্রে মোস্তাফিজ আমাদের জন্য হুমকি। আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। ’
নিজের শেষ টেস্টে মোস্তাফিজ নেমেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৪ ওভারে ৭৪ রান দিয়ে পান একটি উইকেট। দেশের মাটিতে চোটের জন্য খেলেননি আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে।
ভারতীয় দলপতি যোগ করেন, ‘মোস্তাফিজ অভিজ্ঞ বোলার। আইপিএলে খেলার জন্য আমাদের অনেক ব্যাটসম্যানের ব্যাপারেই সে জানে। তার বিপক্ষে অবশ্য আমরাও অনেক ম্যাচ খেলেছি। মনসংযোগ হবে গুরুত্বপূর্ণ ব্যাপার। ’
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআরপি