দীপক আগারওয়াল নামের এক ভারতীয় জুয়াড়ির কাছ থেকে কয়েকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথা গোপন করায় সাকিবকে দুই বছর (এক বছর স্থগিত) নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। আইপিএলের এক ম্যাচও পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল সাকিবকে।
২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে ছেড়ে দেওয়ার পর নিলামে তাকে কিনে নেয় সানরাইজার্স। এই দলের হয়ে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বাংলাদেশের সদ্য সাবেক টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব ছাড়াও ইউসুফ পাঠান, মার্টিন গাপটিল, দীপক হুডা ও রিকি ভুইকেও ছেড়ে দিয়েছে হায়দরাবাদের দলটি।
সানরাইজার্স হায়দরাবাদ এবার কোচ পদেও পরিবর্তন এনেছে। দীর্ঘদিনের কোচ টম মুডিকে সরিয়ে সাবেক ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিসকে প্রধান কোচ পদে নিয়োগ দিয়েছে ২০১৬ মৌসুমের আইপিএল চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমএইচএম