অবশ্য তাতে কোনো সমস্যায় পড়তে হয়নি সফরকারী ইংল্যান্ডকে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় দিনে ৩৫৩ রানে প্রথম ইনিংস শেষ করেছে তারা।
শুক্রবার (২২ নভেম্বর) ভোরে আগেরদিনের ৪ উইকেটে ২৪১ রানের পুঁজি নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান স্টোকস ও ওলি পোপ বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিলেন। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর দলীয় ২৭৭ রানে সাউদির বলে আউট হোন স্টোকস। তার ১৯৪ বলে ৯১ রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চারে।
এরপর কিউই পেসার নিজের তৃতীয় শিকার বানান পোপকে (২৯)। একই ওভারে সাউদি গোল্ডেন ডাক উপহার দেন স্যাম কারেনকে। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে তিনশ পেরোনো স্কোর এনে দেন জস বাটলার। ব্যক্তিগত ৪৩ রানে তিনি ফেরেন নিল ওয়াগনারের বলে। তার আগে আউট হোন জোফরা আর্চার (৪)। শেষ উইকেট হিসেবে স্টুয়ার্ট ব্রড (১) বোল্ড হোন ওয়াগনারের বলে। ১৮ রানে অপরাজিত ছিলেন জ্যাক লিচ।
কিউইদের হয়ে ৮৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাউদি। ওয়াগার নিয়েছেন ৩ উইকেট।
প্রথম ইনিংস শুরু করে দলীয় ১৮ রানে ওপেনার টম লাথামকে হারায় নিউজিল্যান্ড। ধাক্কাটা সামাল দেয় ওপেনার জিৎ রাভাল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট। তবে সেট হয়েও বেশিদূর আগাতে পারেননি রাভাল (১৯)। এরপর রস টেইলরকে নিয়ে এগিয়ে চলেন উইলিয়ামসন। দলীয় ১০৬ রানে তাদের এই জুটি ভাঙেন স্টোকস। ২৫ রানে ফেরেন টেইলর।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ফিফটি তুলে নেন উইলিয়ামসন। তবে দ্বিতীয়দিন শেষ করার আগে কারেনের দ্বিতীয় শিকারে পরিণত হোন তিনি। কিউই অধিনায়কের ৫১ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে। আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন স্বাগতিকদের দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকলস (২৬) ও বিজে ওয়াটলিং (৬)।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
ইউবি