ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম ভক্তদের উদ্দেশ্যে গেইলের ভিডিও বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
চট্টগ্রাম ভক্তদের উদ্দেশ্যে গেইলের ভিডিও বার্তা ছবি: সংগৃহীত

দলে টানলেও ক্রিস গেইলকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে সব শঙ্কা কেটেছে দলটির। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, ১১ ডিসেম্বর থেকে শুরু হতে হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন জ্যামাইকান হার্ডহিটার গেইল।

ইউনিভার্স বস গেইলের আসন্ন বিপিএল অংশ্রহণ নিয়ে সংশয় ছিল। গত সপ্তাহে ক্যারিবিয়ান তারকা বলেছিলেন, ‘আমি জানি না কিভাবে আমার নাম বিপিএলে গেল।

এবার গেইল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাধ্যমে এক ভিডিও বার্তায় আশ্বস্ত করলেন ভক্তদের। ভক্তদের উদ্দেশ্যে পাঠানো গেইলের একটি ভিডিও বার্তা চট্রগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। ভিডিও বার্তায় গেইল বলেন, ‘হ্যালো বাংলাদেশ, ইউনিভার্স বস ক্রিস গেইল এখানে, আমি আসছি চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আসন্ন বঙ্গবন্ধু বিপিএল খেলতে। শিগগিরই দেখা হচ্ছে। ’

শুরুতে বিপিএলের প্রতি গেইলের অনীহার অবশ্য কারণও আছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৪০ বছর বয়সী তারকাকে যে পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিল তা নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ১ লাখ মার্কিন ডলার ছিল গেইলের সম্মানী।  

তবে আশার কথা, বিপিএল মাতাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন গেইল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজিং ডিরেক্টর কেএম রিফাতুজ্জামান জানান, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, গেইল আমাদের হয়ে খেলবেন এবং টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ’ 

তিনি আরও বলেন, ‘গেইল এখন হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তাই আমরা শুরুতে তাকে পাবো না, তবে আমরা আশাবাদী টুর্নামেন্টের কোনো একটা সময় আমরা তাকে পাবো। গেইলের এজেন্টের সঙ্গে আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলেছি। কিছু আনুষ্ঠানিকতা এখনও চূড়ান্ত হয়নি, তবে সবকিছু দ্রুত সম্পন্ন হবে। ’ 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কর্মকর্তারা জানিয়েছেন, ৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজ ওপেনারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেও পাওয়া যেতে পারে ইউনিভার্স বসকে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।