আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন সানি। দলে আছেন মোহাম্মদ নবী, শাই হোপের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট।
নতুন আর অভিজ্ঞদের মিশেলে গঠিত রংপুর রেঞ্জার্সকে নিয়ে বেশ আশাবাদী সানি বললেন, ‘আমার মনে হয় আমাদের দলটা সেরা। দলে টি-টোয়েন্টির অভিজ্ঞতাসম্পন্ন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। সবাই জানে, টি-টোয়েন্টিতে যেদিন যে দল ভালো করবে তারাই জিতবে। ফলে দল খারাপ বা ভালো আসলে সেভাবে বলা যায় না। ’
বিপিএলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। এখানে ভালো করতে পারলে অস্ট্রেলিয়ার বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া সহজ হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই বিপিএলকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। তবে অনেকদিন পর জাতীয় দলের জার্সিতে ফেরা সানি বললেন, ‘দীর্ঘদিন পর দলে ফিরলেও আমার মূল লক্ষ্য বিপিএল। এখানে নিজের সেরাটা দিতে চাই। এখানে ভালো করতে পারলে কাজে লাগবে। ’
সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের। যদিও পাকিস্তানের মাটিতে সফরে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওই সফর হোক বা না হোক তা নিয়ে আপাতত ভাবতে রাজি নন এই বাঁহাতি স্পিনার, ‘সামনে আমাদের পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা। কিন্তু আমি আপাতত এই সিরিজ কিংবা বিশ্বকাপ কোনোটা নিয়েই ভাবছি না। এখন আমার পুরো মনোযোগ বিপিএলে। ’
রংপুর রেঞ্জার্স:
দেশি: মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, নাঈম শেখ, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, আরাফাত সানি।
বিদেশি: মোহাম্মদ শেহজাদ, জুনায়েদ খান, মোহাম্মদ নবী, শাই হোপ, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমএইচএম