দক্ষিণ পাঞ্জাবের শাহজাদ মূলত একজন ব্যাটিং অলরাউন্ডার। কিছুদিন আগে ঘরোয়া অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেই তিনি নির্বাচকদের নজরে আসেন।
আগামী বছরের ১৭ জানুয়ারি যুব বিশ্বকাপের পর্দা উঠবে। যেখানে ২০০৪ এবং ২০০৬ সালের চ্যাম্পিয়ন ও তিনবারের রানারআপ পাকিস্তান ‘সি’ গ্রুপে পড়েছে। ১৬ দলের এই প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে পাকিস্তান খেলবে বাংলাদেশ, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
রোহাইল নাজির (অধিনায়ক), আবদুল ওয়াহিদ বাঙালজাই, হায়দার আলী, মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ ইরফান খান, আব্বাস আফ্রিদি, ফাহাদ মুনির, কাসিম আকরাম, আমির আলী, আরিশ আলী খান, আমির খান, নাসিম শাহ, ও তাহির হুসেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএমএস