সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজ দায়িত্বে অনুশীলন করেন সাদমান। টি-টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি অভিজ্ঞতা নেই তার।
সাদমান বলেন, ‘শর্টার ফরম্যাটে তো প্র্যাকটিস অন্যরকম, এতদিন ধরে তো রেড বলে প্র্যাকটিস করছি। চেষ্টা করছি শর্ট ফরম্যাটে আসার, প্র্যাকটিস করে যদি শর্ট ফর্মে খেলা হয় নিজেকে প্রুফ করার চেষ্টা করব। আর ভালোভাবে লাল বলে প্র্যাকটিস অবশ্যই চালিয়ে যাব। সামনে অনেক টেস্ট ম্যাচ আছে। তাতে ভালো করতে চাই। আমার চিন্তাটা এখন অবশ্যই টেস্ট ক্রিকেট নিয়ে। আমি টেস্ট ক্রিকেটে ফোকাস করতে চাই বেশি। ’
সাদা পোশাকের ক্রিকেট নিয়ে সাদমান আরো জানান যে, কম খেলার কারণে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতি তেমন হচ্ছে না। সামনে নিয়মিত টেস্ট খেলতে পারলে বাংলাদেশ ধীরে ধীরে ভালো করতে পারবে। সাদমানের মতে, ‘টেস্ট ক্রিকেট আমাদের বেশি খেলা হয় না। আগামী বছর সামনে অনেকগুলো টেস্ট আছে। আমরা যদি টানা সবগুলো ম্যাচ খেলতে পারি অবশ্যই আমাদের সামনে ভালো সুযোগ থাকবে। ভারতের সঙ্গে খেলে এসেছি। সেখানে ভাল খেলতে পারিনি। চেষ্টা করবো আমরা যদি পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলি অবশ্যই কামব্যাক করার। সামনে টেস্ট ম্যাচগুলো খেলতে পারলে ভবিষ্যতে আরো ভালো হবে। ’
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরএআর/ইউবি