শুক্রবার (০৩ জানুয়ারি) ভোরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে কিউইদের ফিল্ডিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় অজিরা।
লাবুশানেকে সঙ্গে প্রতিরোধ গড়ে দলকে এগিয়ে নিয়ে থাকেন ডেভিড ওয়ার্নার। কিন্তু ফিফটি থেকে ৫ রান দূরে থাকতে নিল ওয়াগনারের বলে সাজঘরে ফেরেন এই অজি ওপেনার। এরপর কিউই বোলারদের ধৈর্যের বড় পরীক্ষা নেন লাবুশানে-স্মিথ। দু’জনে মিলে গড়েন ১৫৬ রানের জুটি। স্মিথ ব্যক্তিগত ৬৩ রানে গ্রান্ডহোমের দ্বিতীয় শিকার হলেও সেঞ্চুরি তুলে নেন লাবুশানে।
১৪ টেস্টে এসে চতুর্থ সেঞ্চুরি উদযাপন করেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার। তার ২১০ বলে ১৩০ রানের ইনিংসটি ছিল ১২ চার ও ১ ছক্কায়। আগামীকাল ম্যাথু ওয়েডকে (২২) নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন অপরাজিত থাকা লাবুশানে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
ইউবি