ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হলেন টেইলর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হলেন টেইলর নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হলেন টেইলর-ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ডের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন রস টেইলর। আর এবার তো দারুণ এক রেকর্ডও গড়ে ফেললেন। নিজ দেশের কিংবদন্তি স্টেফেন ফ্লেমিংকে পেছনে ফেলে কিউইদের টেস্ট ইতিহাসে সর্বকালের শীর্ষ রান সংগ্রাহক হলেন এই ডানহাতি।

এই মুহূর্তে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে লড়ছে নিউজিল্যান্ড। আর দুই ইনিংসে ৪৪ রান করেই মাইলফলকে পৌঁছে যান টেইলর।

এখন পর্যন্ত ৯৯ টেস্টে ৪৬.২৮ গড়ের সঙ্গে ১৯টি সেঞ্চুরি ও ৩৩টি ফিফটিতে ৭ হাজার ১৭৪ রান করেছেন তিনি। আর ১১১ টেস্টে ৭ হাজার ১৭২ রান করে এতদিন শীর্ষে ছিলেন ফ্লেমিং।

এ তালিকায় ১০১ টেস্টে ৬ হাজার ৪৫৩ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন ব্র্যান্ডন ম্যাককালাম। চারে রয়েছেন বর্তমান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ৭৮ টেস্টে ৫১.৪৪ গড়ে ৬ হাজার ৩৭৯ রান সংগ্রহ করেছেন। আর ৭৭ টেস্টে ৫ হাজার ৪৪৪ রান নিয়ে পঞ্চমস্থানে আছে মার্টিন ক্রো।

এর আগে ২০০৭ সালে জোহান্নেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল টেইলরের।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।