ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার বছর পর উইন্ডিজ স্কোয়াডে ডোয়াইন ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
চার বছর পর উইন্ডিজ স্কোয়াডে ডোয়াইন ব্রাভো ডোয়াইন ব্রাভো

গত মাসে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানিয়েছিলেন। ডোয়াইন ব্রাভো ফিরেছেন ঠিকই। ফিরেই ডাক পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে ঘোষিত তিন ম্যাচ টি-টোয়েন্টির স্কোয়াডে। 

ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৬ সালে। এর দুই বছর পর অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

তবে গত ওয়ানডে বিশ্বকাপে তাকে ক্যারিবিয়ানদের ঘোষিত স্কোয়াডে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়। এবার ব্রাভো ছাড়াও উইন্ডিজ দলে ফিরেছেন রভমেন পাওয়েলও।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড়: কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, ব্রান্ডন কিং, এভিন লুইস, খ্যারি পিয়েরে, নিকোলাস পুরান, রভমেন পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।