ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন .

নাটোর: নাটোরে ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০ শুরু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) সকাল ১০টার দিকে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী আধুনিক স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৈয়দ মর্তুজা আলি বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় নাটোর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

নাটোরের এই ভেন্যুতে মোট চারটি জেলা- পাবনা, পঞ্চগড়, বগুড়া, গাইবান্ধার খেলা অনুষ্ঠিত হবে। বুধবার থেকে শুরু হয়ে চলবে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘন্টা, জানুয়ারী ১৫, ২০২০
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।