ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরপারে কোহলিদের ‘সুপার ফ্যান’ চারুলতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
পরপারে কোহলিদের ‘সুপার ফ্যান’ চারুলতা বিশ্বকাপে নজর কেড়েছিলেন চারুলতা/ছবি: সংগৃহীত

টিম ইন্ডিয়া তাদের সবচেয়ে বেশি বয়সী ‘সুপার ফ্যান’দের একজনকে হারালো। ২০১৯ বিশ্বকাপে নজর কাড়া এই ‘সুপার ফ্যান’ তথা চারুলতা প্যাটেল ৮৭ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন।

চারুলতার ইনস্টাগ্রাম একাউন্ট ‘ক্রিকেট ডট দাদি’ এর পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছ।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে হুইল চেয়ারে বসে ভারতকে সমর্থন করেছিলেন চারুলতা।

কখনো দম নিয়ে ভেঁপু বাজিয়েছেন, তো কখনো রোহিত শর্মার সেঞ্চুরির পর হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এক কথায়, গত বিশ্বকাপে ভারতের জার্সিতে বাইশ গজের নায়ক যদি হন রোহিত, তবে নিঃসন্দেহে গ্যালারির নায়িকা ছিলেন ৮৭ বছরের ‘যুবতী’।  

চারুলতার এই নজরকাড়া জনপ্রিয়তাকে কাজে লাগাতে পেপসির বিজ্ঞাপনের নতুন মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছিল তাকে। প্রাণশক্তিতে ভরপুর আশির গণ্ডি পেরুনো এই ‘যুবতী’কে দেখা গেছে পেপসির ডিজিটাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে।

ক্রিকেটভক্ত চারুলতার মৃত্যুতে শোক বার্তা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।