ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঘরের মাটিতে শেষ টেস্ট খেলার ইঙ্গিত দিলেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ঘরের মাটিতে শেষ টেস্ট খেলার ইঙ্গিত দিলেন ডু প্লেসিস ফাফ ডু প্লেসিস

ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চার টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। সেই ম্যাচটিই হতে পারে ঘরের মাটিতে ফাফ ডু প্লেসিসের শেষ টেস্ট। এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। 

ঘরের মাটিতে শেষ টেস্ট খেলার ‘সম্ভাবনা’ উল্লেখ করে তিনি জানান, ‘ওয়ান্ডারার্সে চতুর্থ টেস্ট হতে পারে ঘরের মাটিতে আমার শেষ টেস্ট। ’   

ডু প্লেসিসের ব্যাটে রান নেই অনেকদিন।

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ পরাজয়ের পর এমনিতে চাপে পড়েছিলেন তিনি। তার মধ্যে এবারও ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে তার দল দক্ষিণ আফ্রিকা। যার ফলে ক্যারিয়ার ইতি টানার দিকেই হাঁটছেন ৩৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।  

গত এক বছর ধরে সাদা পোশাকে সেঞ্চুরি উদযাপন করতে পারেননি ডু প্লেসিস। গত অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজের পর তিনি ১২ ইনিংসে ২১.২৫ গড়ে করেছেন মাত্র ২৫৫ রান।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।