ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার দাবানল: চ্যারিটি ম্যাচের কোচ শচীন-ওয়ালশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
অস্ট্রেলিয়ার দাবানল: চ্যারিটি ম্যাচের কোচ শচীন-ওয়ালশ চ্যারিটি ম্যাচের কোচ ওয়ালশ-শচীন

অস্ট্রেলিয়ার দাবানলে প্রায় ১০০ কোটিরও বেশি প্রাণী জীবন হারিয়েছে। ধ্বংস হয়ে গেছে একরের পর একর বনাঞ্চল। জীবন হারিয়েছে ২৭ জন মানুষও। এই দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসছে। দেশটির ক্রীড়া ক্ষেত্রগুলো পিছিয়ে নেই। অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেকরা মিলেও যে যার মতো সাহায্য করছে।

এবার এই দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে দেশটির দুই কিংবদন্তির নামে পন্টিং একাদশ ও ওয়ার্ন একাদশ দুটি দল করা হয়েছে।

যেখানে এই দুই দলের কোচিংয়ে এবার যুক্ত হলেন যথাক্রমে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার ও ওয়েস্ট ইন্ডিজ গ্রেট কোর্টনি ওয়ালশ।

আগামী ৮ ফেব্রুয়ারি এই ম্যাচটি আয়োজনের তারিখ ঠিক হয়েছে। নাম দেওয়া হয়েছে বুশফায়ার ক্রিকেট ব্যাশ। যদিও একই দিন বিগ ব্যাশের ফাইনাল ও অস্ট্রেলিয়া ও ভারতের নারী দলের ম্যাচ রয়েছে।

পন্টিং, ওয়ার্ন ছাড়াও জাতীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল ও মাইকেল ক্লার্ক এই চ্যারিটি ম্যাচটি খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন। এছাড়া স্টিভ ওয়াহ ও মেল জোনস নন-প্লেইং অধিনায়ক হিসেবে থাকবেন।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, ‘খেলোয়াড়ি জীবনে দারুণ সফল শচীন ও কোর্টনিকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। আর বিশেষ সেই দিনটিতে তাদের উপস্থিত হওয়াটা হবে দারুণ কিছু। ’

এ ম্যাচ আয়োজনে লাভের অংশ অস্ট্রেলিয়ান রেড ক্রসের দুর্যোগ ত্রান ব্যবস্থার তহবিলে দেওয়া হবে।

এদিকে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এর আগে ব্যক্তিগতভাবেও অনেক ক্রিকেটার এগিয়ে এসেছেন। শেন ওয়ার্ন যেমন তার ঐতিহ্যবাহী ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তুলে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটিতে বিক্রি করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।