ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় সৌম্য-মিঠুনদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
পাকিস্তানে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় সৌম্য-মিঠুনদের সৌম্য সরকার

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (২২ জানয়ারি) পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের প্রায় সবার জন্যই এটা প্রথম পাকিস্তান সফর। আর প্রথমবারেই বাজিমাত করতে চান তারা।

দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌম্য সরকার।

এসময় তিনি জানান, দলের জন্য শতভাগ দিতে প্রস্তুত তিনি, ‘দলে অনেক সিনিয়রই (ক্রিকেটার) নাই, থাকলে অবশ্যই ভালো হতো। ফলে এখন অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।   চেষ্টা তো করবো শতভাগ দিতে। '

কঠোর নিরাপত্তার মধ্যে খেলায় কতটুকু মনোযোগ দেয়া সম্ভব, এমন প্রশ্নে সৌম্য বলেন, 'না, এভাবে ভাবছি না (হাসি)। চিন্তা করলে তো করবোই। যতটুকু পারি টেনশন কম করার চেষ্টা করবো। অবশ্যই দল হিসেবে প্রত্যাশা ভালো। যারা যাচ্ছে সবাই বিপিএলে ভালো পারফর্ম করেই এসেছে। সবাই যদি বিপিএলের পারফরম্যান্সটা ধরে রাখতে পারে তাহলে দলের রেজাল্টটা ভালো আসবে। '

এরপর মোহাম্মদ মিঠুন জানান, প্রতিটা ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবতে চান তিনি। বললেন, 'অবশ্যই আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলবো। ম্যাচ বাই ম্যাচ আমাদের সেরাটা দেবার চেষ্টা করবো। আর ব্যক্তিগতভাবে চেষ্টা করবো, আমি যে পজিশনে ব্যাট করার সুযোগ পাই না কেন, দলের জন্য অবদান রাখার জন্য। চেষ্টা করবো পরিস্থিতি অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার। '

পাকিস্তানে পৌঁছে ২৩ জানুয়ারি ঐচ্ছিক অনুশীলন করবে টাইগাররা। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।