ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ৪৮ ছক্কা ও ৭০ চারের বন্যা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ৪৮ ছক্কা ও ৭০ চারের বন্যা ছবি-সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে খেলোয়াড় ও দর্শকদের অভিযোগের শেষ নেই। ম্যাচ পাতানো থেকে শুরু করে অনেক ধরনের দুর্নীতি যেন সাধারণ ব্যাপার ঘরোয়া লিগগুলোতে। 

তবে এসব যখন আলোচনায় তখন এক অস্বাভাবিক ম্যাচ হলো ঘরোয়া লিগে। বাংলাদেশের দ্বিতীয় বিভাগে ৫০ ওভারের এক ম্যাচে ৪৮টি ছক্কা ও ৭০টি চার মেরেছেন খেলোয়াড়রা।

 

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিটি ক্লাব গ্রাউন্ডে ছক্কা-চারের বৃষ্টিতে ট্যালেন্ড হান্ট ক্রিকেট একাডেমির বিপক্ষে ৪ উইকেটে ৪৩২ রান করে উত্তরবঙ্গ ক্রিকেট একাডেমি। জবাবে প্রতিপক্ষ ৭ উইকেটে করে ৩৮৬ রান। উত্তরবঙ্গ জয় পায় ৪৬ রানে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।