বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন তামিম ইকবালের এই ইনিংসের প্রশংসা করেছেন। তিনি তামিমের দীর্ঘক্ষণ ব্যাটিং করাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন।
বিসিবির এই নির্বাচক বলেন, ‘তামিমের ইনিংসটা অসাধারণ। তামিমের ব্যাটিং নিয়েতো নতুন করে বলার কিছু নেই। যেটা সবচেয়ে দেখার বিষয় ছিল এই ম্যাচে, আমি প্রথম দিন থেকে ওর ব্যাটিং দেখেছি। ব্যাট করার আগ্রহটা। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাদের ঘরোয়াতে আসলে লম্বা সময় ব্যাট করার প্যাশনটা থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ব্যাট করা আরোও কঠিন। ’
তিনি আরও বলেন, ‘প্যাশনটা এখান থেকে নিয়ে যেতে হবে। সে যেভাবে ব্যাট করেছে এ জায়গায় তামিম ফুল মার্কস পাচ্ছে। অবশ্যই ৩০০ এর বেশি করা অনেক বর ব্যাপার। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ সে যত সময় নিয়ে ব্যাট করেছে সেটা। এতক্ষণ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচেও ব্যাট করলে ২০০-২৫০ রান হয়ে যাবে। কিন্তু ওর যে আগ্রহটা এতক্ষণ ব্যাট করার আমার কাছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ’
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
আরএআর/এমএমএস