রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। এছাড়া সেঞ্চুরির দেখা পেয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস।
যদিও বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো টেস্ট প্রস্তুতি নিয়ে খুশি হতে পারছেন না। তবে টেস্ট অধিনায়ক মনে করেন, ম্যাচ খেলার মাধ্যমে সব মিলিয়ে প্রস্তুতিটা ভালোই হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিসিএলের ম্যাচ শেষে মিরপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মুমিনুল।
অধিনায়ক বলেন, ‘প্রস্তুতি বলতে আমার কাছে মনে হয়, ওভারঅল চিন্তা করলে ভালো। বোলাররা ভালো বল করেছে, ব্যাটসম্যানরা ভালো ভালো ইনিংস খেলেছে। সিনিয়র যারা ছিল, যারা আমাদের এই দলে ছিল তারা সবাই। চারটা দলেই যারা স্কোয়াডে আছে জাতীয় দলের, আমার মনে হয়, সবাই ভালো ভালো ইনিংস খেলেছে। ওই দিক দিয়ে চিন্তা করলে ভালো। ’
রাওয়ালপিন্ডি টেস্টের আগে বাংলাদেশ দল পাকিস্তানে অনুশীলনের সুযোগ পাবে কম। প্রস্তুতি ম্যাচ তো দূরের কথা। তাই প্রথম টেস্টে বাংলাদেশ কেমন করবে এমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘দেখেন এটা তো (অনুশীলনের সময় নির্ধারণ) আমার হাতেও নেই। এটা নিয়ে মন্তব্য করা কঠিন। কারণ আপনার হাতে নেই নিয়ন্ত্রণটা। আমি একা, অনেকটা আবহাওয়ার মত। আমার কাছে যা আছে তা নিয়েই আমার যেতে (যুদ্ধে) হবে। যুদ্ধে যাওয়ার আগে যেমন পরিস্থিতি হয়, কিছু করার থাকেনা। এ ধরনের পরিস্থিতিতে নিজেকে যতটুকু মানিয়ে নেওয়া যায়, আগে থেকে ওরকম ব্যাকফুট বা নেগেটিভ না হওয়াই ভালো আমার কাছে মনে হয়। ’
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
আরএআর/ইউবি