ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমরা নিজেরাই নিজেদের ভয়ের কারণ: হাবিবুল বাশার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
আমরা নিজেরাই নিজেদের ভয়ের কারণ: হাবিবুল বাশার হাবিবুল বাশার/ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা ছেড়েছে মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ। এই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের সাফল্য নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। কারণ সম্প্রতি বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়।

কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে করে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাবিবুল বাশার সুমন। তার মতে, পাকিস্তানের বিপক্ষে মূল ভয়ের কারণ টাইগাররাই।

তবে চ্যালেঞ্জটা চাপ ছাড়া নিতে পারলে ভালো করা কোনো বিষয় নয় বলেই মনে করেন তিনি।

বাশার বলেন, ‘আসলে হুমকি আমরা নিজেরাই। পাকিস্তানের কন্ডিশন দেখুন, রাওয়ালপিন্ডিতে একটু পেস এবং বাউন্স বেশি থাকবেই। আমরা সেটা কতোটা মানিয়ে নিতে পারি সেটা গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জটা আমাদের নিজেদের কাছে, নিজেদের জন্য। এই কারণে বলছি খুব চ্যালেঞ্জিং। ' 

তিনি আরও বলেন, 'এমন না যে পাকিস্তানের সঙ্গে আমরা আগে খেলিনি। এমন বোলিং যে আমরা খেলিনি তেমনও না। এটা পুরোপুরি নির্ভর করে আমাদের উপরে যে এই চ্যালেঞ্জটি আমরা কীভাবে মোকাবেলা করছি। আমার কাছে মনে হয় আমরা কি করছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ’

পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে খেলা অনেক কঠিন চ্যালেঞ্জ। তবে বর্তমান দলটাকে নিয়ে আশার কথাই শোনালেন তিনি, ‘পাকিস্তানে খেলা অনেক বেশি চ্যালেঞ্জিং অবশ্যই। আমরা যখন গিয়েছিলাম সেটা তো অনেক আগে। তখনকার পাকিস্তান এমন ছিল না, আমাদের দলটিও এখনকার মতো ছিল না। এখন অনেক শক্তিশালী আমাদের দল। পাকিস্তান নিজেদের মাটিতে অনেক শক্তিশালী প্রতিপক্ষ। আমরা সম্প্রতি কয়েকটি টেস্টে ভালো করিনি, তবে এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ভালো কিছু করার। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপটা আমরা ভালোভাবে শুরু করতে পারিনি। যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে এটা অনেক ভালো এবং বড় একটি সুযোগ আমাদের জন্য। ’

আগামী শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্ট খেলে দেশে ফিরে আসবে মুমিনুল হকের দল। এরপর আগামী এপ্রিলে দ্বিতীয় টেস্ট খেলতে আবারও পাকিস্তান যাবে ডমিঙ্গোর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।