তবে বাংলাদেশের জয়ের পর মাঠেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যা ক্যামেরাতেও ধরা পড়ে।
কিন্তু এমন ঘটনায় ভারতীয় তরুণ ক্রিকেটারদেরই দোষ দেখছেন দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির জুনিয়র নির্বাচক কমিটির সদস্য ও বাংলাদেশ দলের সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত। এ ব্যপারে তিনি জানান, ‘ওরা পুরো ম্যাচজুড়েই প্রচুর স্লেজিং করেছে। আমরা জেতার পর তা মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের ক্রিকেটাররা যখন উৎসব করতে শুরু করল, তখনই ওরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কত আর সহ্য করা যায়! ছেলেরা সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যায়। এতেই শুরু হয় ধাক্কাধাক্কি। ’
দুই দলের কোচিং স্টাফ সদস্যদের হস্তক্ষেপে হাতাহাতি আর বেশিদূর গড়াতে পারেনি।
এনিয়ে পরবর্তীতে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেছেন। তবে ভারতীয় অধিনায়ক বাংলাদেশকেই উল্টো দোষারোপ করেছেন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএমএস