শরিফুল বাংলানিউজকে বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর দেশে ফিরে দেশবাসীর ভালোবাসা পেয়েছি। এরপর আজকের এ দিনটিতে বাবা-মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশ্বের সব প্রেমিকযুগল যেখানে তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে দিনটিকে সেলিব্রেট করছেন, সেখানেই বাবা-মা, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন এ পেসার। শুক্রবারের জুম্মার নামাজের পর সবার সঙ্গে কুশল বিনিময়ের পর খোশগল্পে মেতেছিলেন।
এদিকে সবার ভালোবাসার পাশাপাশি ছেলের জন্য দোয়া চেয়েছেন শরিফুলের মা বুলবুলি বেগম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালেও সেখানকার আনুষ্ঠানিকতা শেষে গাড়িবহর নিয়ে বিকেল ৩টার দিকে নিজ গ্রামের বাড়ি মৌমারীতে পৌঁছান শরিফুল। এসময় শরিফুলকে তার পরিবারসহ গ্রামের লোকজন ও জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্রিকেটভক্তরা মিষ্টি মুখ করিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসএইচ