ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

ক্রিকেট

মিরাজের নতুন অভিজ্ঞতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
মিরাজের নতুন অভিজ্ঞতা মেহেদী হাসান মিরাজ: ফাইল ফটো

ইংল্যান্ডের বিপক্ষে  ২০১৬ সালে টেস্ট অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। প্রথম ম্যাচে ৭ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচেই ১২ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক ছিলেন তিনি। 

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ডানহাতি অফ-স্পিনারকে। বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন মিরাজ।

তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে একাদশের বাইরে থাকতে হলো তাকে। এই প্রথম দেশের মাটিতে কোনো টেস্টে একাদশে জায়গা হয়নি মিরাজের।  

২০১৯ সালে মিরাজ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ৪ টেস্ট খেলে নিয়েছেন মাত্র ৬ উইকেট। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে স্পিন-বান্ধব উইকেট থেকেও সুবিধা আদায় করতে পারেননি মিরাজ। পেয়েছেন মাত্র ৩টি উইকেট।  

দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেটে তাইজুলের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিরাজ।  ২০১৮ সালেও ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও মিরাজ ১৫ উইকেট  নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।