সোমবার (২৪ ফেব্রুয়ারি) টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন কথাই বললেন। তিনি মনে করেন, ক্রিকেটের সবকিছুই তিনি পারেন না।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে অসাধারণ ব্যাটিং করেছেন মুশি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ডাবল সেঞ্চুরি। শুধু তাই না, এদিন অপরাজিত ২০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পথে সতীর্থ তামিম ইকবালকে (৪ হাজার ৪০৫ রান) ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি রানের মালিকও এখন এই ডানহাতি ব্যাটসম্যান (৪ হাজার ৪১৩ রান)।
টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করে আগেই বাংলাদেশের হয়ে রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। এবার তৃতীয়টিতে কিংবদন্তি অনেক ব্যাটসম্যানের পাশে বসলেন এই টাইগার তারকা। এর আগে তিনি ২০১৮ সালে মিরপুর টেস্টে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ক্যারিয়ার সেরা ২১৯ রানে অপরাজিত ছিলেন। আর ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ডাবল সেঞ্চুরি করেছিলেন।
মুশফিকের আগে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করেছিলেন সনথ জয়সুরিয়া, স্টিফেন ফ্লেমিং, ভিভ রিচার্ডস, জাস্টিন ল্যাঙ্গার, গ্যারি কারেস্টন, ক্রিস গেইল ও কেভিন পিটারসেনরা কিংবদন্তিরা। এছাড়া হালের স্টিভেন স্মিথ, জো রুট, চেতশ্বর পুজারা ও আজহার আলীদেরও ডাবল সেঞ্চুরি রয়েছে।
অথচ নিজের এমন পারফ্যান্স সত্ত্বেও নিজের ব্যাটিং নিয়ে অখুশির কথাই প্রকাশ করলেন মুশফিক। বললেন, ‘আমি যখন আমার ব্যাটিংয়ের রিপ্লে দেখি বা আমি হাইলাইটসগুলো দেখি সত্যি বলতে আমার কাছে সে রকম ভালো লাগে না। আমার মনে হয়, ইশ যদি তামিমের মতো ওই ড্রাইভটা খেলতে পারতাম। বা সাকিবের মতো যদি এই কাটটা খেলতে পারতাম। কিংবা তামিম পারে, আমি পারি না। ’
তবে নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে পছন্দ করেন মুশি, ‘আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। আল্লাহ আমাকে একটা জিনিস দিয়েছে। মাথাটা অন্যদের চেয়ে একটু বেটার। যেটা আমি সবসময় ইউটিলাইজেশনের চেষ্টা করি। আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে জানি। কখন কি করতে হয় সেটা করার চেষ্টা করি। ভুলগুলো থেকে যেন শিখতে পারি এই কাজটা আমি করি। ’
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএআর/এমএইচএম