ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আল-আমিনকে জরিমানা গুনতে হলো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
আল-আমিনকে জরিমানা গুনতে হলো আল-আমিন হোসেন

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অশালীন আচরণের জন্য জরিমানা গুনতে হয়েছে পেসার আল-আমিন হোসেনকে। ম্যাচ ফি’র ৫০ ভাগ কেটে নেয়া হয়েছে তার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল ম্যাচ চলাকালীন পূর্বাঞ্চলের এক ব্যাটসম্যানকে আউট করে তার প্রতি অশালীন শারীরিক অঙ্গভঙ্গি দেখান আল-আমিন। বিসিবি কোড অব কনডাক্ট অনুযায়ী প্রথম লেভেলের ২.৫ ধারা ভঙ্গ করেন আল-আমিন।

ফলে তাকে জরিমানা করা হয়।

এই ধারার শাস্থি কমপক্ষে একটি সতর্কবার্তা দেয়া আর সর্ব্বোচ্চ শাস্থি ম্যাচ ফি’র ৫০ ভাগ জরিমানা। আল-অমিনের অপরাধের মাত্রা বেশি হওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে।

বিসিএলের ফাইনালে পূর্বাঞ্চলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে দক্ষিণাঞ্চল।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।