তাইতো ওয়ানডে সিরিজের পর এবার টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় পেয়ে বসেছে ভারতের। ঘুরে দাঁড়িয়ে কিউইদের প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট করে ৭ রানের লিডও পায় দলটি।
রোববার (০১ মার্চ) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের কিউই পেসারদের তোপে পড়ে ভারতের টপঅর্ডাররা। বিশেষ করে ট্রেন্ট বোল্টের আগুন ঝরা বোলিংয়ের সামনে যেন দাঁড়াতেই পারছিলেন না ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২৪ রান করে বোল্টের বলে বোল্ড হন চেতশ্বর পুজারা। ১৪ রান করা কোহলি কলিন ডি গ্র্যান্ডহোমের বলে এলবির ফাঁদে পড়েন।
বোল্ট ৯ ওভারে মাত্র ১২ রানে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেট পান টিম সাউদি, গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার।
এর আগে প্রথম দিনে বিনা উইকেটে ৬৩ রানে শেষ করা নিউজিল্যান্ড দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে আর সুবিধে করতে পারেনি। মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহদের বোলিংয়ে ধস নামে তাদের ইনিংসে। সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার টম ল্যাঠাম। তবে কিউইদের ইনিংস দুশ পার করে দিতে বড় ভূমিকা রাখেন অলরাউন্ডার কাইল জেমিসন। শামির বলে আউট হওয়ার আগে তিনি ৬৩ বলে ৪৯ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে শামি সর্বোচ্চ ৪ উইকেট নেন। বুমরাহ পান ৩ উইকেট। এছাড়া রবীন্দ্র জাদেজা ২টি ও উমেশ যাদব একটি উইকেট দখল করেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমএমএস