ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় জয়ের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০২০
বড় জয়ের সামনে বাংলাদেশ ছবি: মাহমুদ হোসেন

জয়টা প্রায় হাতের মুঠোয় চলে এসেছে বাংলাদেশের। জিম্বাবুয়ের আর মাত্র ৩ উইকেট নিতে পারলেই তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নেবে টাইগাররা। 

এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ৩২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে আছেন দুই টেল-এন্ডার টিনোটেন্ডা মাটুমবডজি (৬) ও ডোনাল্ড ট্রিপানো (২)।

মাশরাফিরা এখনও এগিয়ে আছে ২১৩ রানে।  

ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের ৭ মাস পর দলে ফিরে জোড়া উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দীন।  

এর আগে লিটন দাশের ক্যারিয়ার সেরা ইনিংস ও দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।  

রোববার (০১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দিবারাত্রির তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টাইগাররা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।