প্রথমদিনে তারকা খেলোয়াড়দের মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মোহাম্মদ আশরাফুল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ।
ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান-সহ ৭টি ক্লাব প্রথম দিনের দল-বদলে অংশ নিয়েছে।
ঢাকা প্রিমিয়ার লিগে দীর্ঘ দিন পর দল-বদল হচ্ছে উন্মুক্ত পদ্ধতিতে। ক্রিকেটাররা নিজেদের ইচ্ছে মতো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। এবারই প্রথম দলে কোনো বিদেশি ক্রিকেটার রাখা হচ্ছে না।
প্রথম দিন শেষে কে কোন দলে
আবাহনী লিমিটেড: তানজিম হাসান সাকিব, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, রাকিবুল ইসলাম রাজা, মো. শহিদুল ইসলাম, মেহেদি হাসান রানা।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আলী মোহাম্মদ ওয়াহিদ, মো. দেলোয়ার হোসেন, অমিত মজুমদার, কাজী কামরুল ইসলাম, রনি তালুকদার, নাজমুল ইসলাম অপু, মুহাম্মদ আরাফাত সানি মৃধা, মো. শরিফুল ইসলাম, মো. রাকিবুল হাসান।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: মো. রায়হান উদ্দিন, এসকে ইমন, মোহাম্মদ শরীফউল্লাহ, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ শামীম হোসেন।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ, মো. আব্দুল হালিম, সৈকত আলী
পারটেক্স স্পোর্টিং ক্লাব: মো. রনি হোসাইন, শরিফুল ইসলাম, আব্বাস মুসা আলভী, মহিউদ্দিন বেলাল, মো. হাসানুজ্জামান, শফিউল হায়াত হৃদয়, মোহাম্মদ মোসাদ্দেক ইফতেখার, মো. রাজিবুল ইসলাম, শাহবাজ চোহান, জনি তালুকদার, মো. নাজমুল হোসেন মিলন, মো. তাসামুল হক।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ইমতিয়াজ হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, মো. নুর আলম সাদমান, মো. সালমান হোসেন ইমন।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: তাসকিন আহমেদ, মো. আসিফ হোসেন মিতুল, শাকিল হোসেন, মো. মাহমুদুল হাসান, মো. শামসুর রহমান শুভ, শুভাগত হোম চৌধুরী, খান আব্দুর রাজ্জাক, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহী, টিপু সুলতান, রনি চৌধুরী, জহুরুল ইসলাম অমি।
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: রাকিবুল হাসান।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
আরএআর/ইউবি