ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: এক ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তামিম ইকবালের রেকর্ডময় ইনিংস আর মুশফিকুর রহিমের ফিফটির ইনিংসে ভর করে ৮ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ের সামনে ৩২৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।

জবাবে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান তুলতে পারে জিম্বাবুয়ে।

মাশরাফিদের রীতিমত ভয় পাইয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলটি শুরুতে রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেই দলই শেষ বল পর্যন্ত লড়াই করে দারুণ রোমাঞ্চ উপহার দিল। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি সফরকারীরা। বরং ৪ রানের জয় নিয়ে সিরিজ ঘরে তুলেছে টাইগাররা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।