পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে ৫ বল বাকি থাকতে ১৭১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা শুরু থেকেই টমাসের তোপে পড়েন। টপঅর্ডার পাঁচ ব্যাটসম্যানে চারজনকেই তুলে নেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৬৬ করেন কুশল পেরেরা। তার ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা ছিল। তবে শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৪ বলে ৪৪ করলেও বাকিরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে।
টমাস ৩ ওভারে ২৮ রানে ৫ উইকেট তুলে নেন। ২টি উইকেট পান রোভম্যান পাওয়েল। এছাড়া শেলডন কোটরেল, আন্দ্রে রাসেল ও ডোয়েন ব্রাভো একটি করে উইকেট দখল করেন।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের হাফসেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ পায় সফরকারীরা। অপরাজিত এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৫১ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৭ রান করেন। তবে শেষ দিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড। রাসেল ১৪ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৩৫ করেন। আর অধিনায়ক পোলার্ড ১৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান তোলেন।
টমাসের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএমএস