ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের ‘পৌষ’ মাস, ইংল্যান্ডের ‘সর্বনাশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
ভারতের ‘পৌষ’ মাস, ইংল্যান্ডের ‘সর্বনাশ’ ফাইনালে ভারত, ইংল্যান্ডের বিদায়

বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তাতেই কপাল পুড়েছে ইংল্যান্ডের। না খেলেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো ইংলিশ মেয়েদের। আর ভাগ্যের সহায়তা পাওয়া ভারতীয় মেয়েরা না খেলেই প্রথমবারের মতো নিশ্চিত করেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

এর আগে ভারতের মেয়েরা চারবার সেমিফাইনাল খেললেও কখনও ফাইনালে ওঠতে পারেনি।  

বৃহস্পতিবার (০৫ মার্চ) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-ইংল্যান্ডের।

কিন্তু বৃষ্টিতে ভেসে যাওয়ায় ম্যাচটিতে টস করতেও নামতে পারেননি দু’দলের অধিনায়ক।  

রিজার্ভ-ডে না থাকায় গ্রুপ পর্বের পয়েন্ট হিসেবে করে সিদ্ধান্ত নেওয়া হয় ফাইনালের যোগ্য দল। আর তাতেই ভাগ্য গুণে বেঁচে যায় ভারত। গ্রুপ পর্বে দুর্দান্ত খেলার প্রতিদান পেলো তারা।  

‘এ’ গ্রুপে চার ম্যাচের প্রত্যেকটিতে জেতা ভারতের পয়েন্ট ছিল ৮। অন্যদিকে ইংল্যান্ড চার ম্যাচে জিতেছিল তিনটি। গ্রুপ পর্বে তারা হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠলেও দুভার্গ্যের শিকার হয়ে প্রথম সেমিফাইনাল থেকে তাদের ঘরে ফিরতে হচ্ছে।  

অবশ্য বৃহস্পতিবার একই মাঠে ফাইনালে ওঠার লড়াই লড়ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে ব্যাটিংয়ে নিজেদের ইনিংসও শেষ করেছে অজি মেয়েরা।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।