ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা: বেতনের অর্ধেক দিচ্ছেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
করোনা: বেতনের অর্ধেক দিচ্ছেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার ছবি:সংগৃহীত

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এবার এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল চুক্তির বাইরেও প্রথম শ্রেণির ৯১ জন ক্রিকেটার। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)। বুধবার কোয়াব একটি তহবিল গঠন করে। সেই তহবিলেই আর্থিক সহযোগিতা করছে ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব। তবে কত টাকা দেয়া হচ্ছে তা নিশ্চিত করা হয়নি।

কিন্তু ধারনা করা হচ্ছে ৮-১০ লাখ টাকা হবে। তিনটি গ্রেডে ক্রিকেটাররা মাসিক পারিশ্রমিক পায় ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা।

এর আগে বিসিবির চুক্তিবদ্ধ ১৭ ক্রিকেটারসহ মোট ২৭ জন ক্রিকেটার তাদের বেতনের অর্ধেক দিয়ে করোনায় ক্ষতিগ্রস্থদের ৩১ লাখ টাকা সহযোগিতা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।