করোনার থাবায় এখন পর্যন্ত বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আর আক্রান্ত হয়েছেন ১৬৪ জন।
জটিল এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় ভরসা। আর এই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে আহবান জানানো হয়েছে। সেই আহবান জানিয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন সাব্বির রহমান।
ভিডিও বার্তায় সাব্বির বলেন, 'আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় নয়। তরপরও একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ বাসায় থাকুন, দয়া করে বাসা থেকে বের হবেন না। সরকারের নির্দেশনা মেনে চলুন। প্লিজ লকডাউন মেনে চলুন। কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। সেই সঙ্গে গোটা দেশ সুস্থ থাকবে। আশা করি ইনশাল্লাহ বাসায় থাকার চেষ্টা করবেন। যার যার ধর্ম পালন করার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং সবাই দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে। এবং ভালো দিন আসবে ইনশাল্লাহ। '
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এমএইচএম