ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শোয়েব আখতারের প্রস্তাবকে সমালোচনায় বিদ্ধ করলেন কপিল দেব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
শোয়েব আখতারের প্রস্তাবকে সমালোচনায় বিদ্ধ করলেন কপিল দেব কপিল দেব ও শোয়েব আখতার

করোনা ভাইরাসের তহবিল সংগ্রহে কেবল টেলিভিশনের জন্য ভারত-পাকিস্তানের মধ্যকার তিন ওয়ানডে সিরিজের আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। তবে পাকিস্তানি গতি তারকার এই পরিকল্পনাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। 

১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘ভারতের টাকার প্রয়োজন নেই এবং ক্রিকেট ম্যাচের জন্য মূল্যবান জীবনের ঝুঁকি নেওয়ারও দরকার নেই। ’ 

বুধবার (০৮ এপ্রিল) পাকিস্তানি গণমাধ্যম পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব প্রস্তাব দেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে ‍যুদ্ধে যুগ্মভাবে তহবিল সংগ্রহের জন্য বন্ধ দরজায় (ক্লোজড ডোর) ভারত-পাকিস্তানের মধ্যে সিরিজ আয়োজনের।

 

তার জবাবে কপিল দেব জানান, শোয়েবের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয়। ৬১ বছর বয়সী সাবেক অলরাউন্ডার পিটিআই’কে বলেন, ‘তার (শোয়েব) মতামতের মালিক সে। তবে আমাদের তহবিল সংগ্রহের দরকার নেই। আমাদের জন্য, আমাদের যথেষ্ট আছে। গুরুত্বপূর্ণ হলো এই সংকটের সময় আমাদের কর্তৃপক্ষ কিভাবে একসঙ্গে কাজ করে তা। আমি এখনও টেলিভিশনে রাজনীতিবিদদের একজন আরেকজনের প্রতি দোষারোপ করা দেখছি এবং তা থামানো উচিৎ। ’ 

কপিল দেব আরও বলেন, ‘এই পরিস্থিতি শীগগিরই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই এবং এই ‍মুহূর্তে ক্রিকেট ম্যাচ আয়োজন মানে ক্রিকেটারদের আরও ঝুঁকিতে ফেলে দেওয়া। আমাদের তা দরকার নেই। এটা কেবল জীবনের ঝুঁকি নেওয়া নয়, তিন ম্যাচের ক্রিকেট খেলে তুমি কত টাকা সংগ্রহ করতে পারবে? আমার দৃষ্টিতে, আগামী পাঁচ থেকে ছয় মাস তুমি ক্রিকেট নিয়ে না ভাবলেই পারো। ’ 

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।