করোনার প্রকোপে ইতোমধ্যে এক বছর জন্য পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক ২০২০। একইভাবে ইউরো ও কোপা আমেরিকার মতো বড় ইভেন্টও এক বছর পিছিয়ে গেছে।
এশিয়া কাপের এবারের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে রাজনৈতিক কারণে পাকিস্তানে ভারত এসে খেলবে না জেনে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি হওয়ার কথা। কিন্তু আমিরাতও এখন লকডাউন। আর এর সময়সীমা আরও বাড়তে পারে। ফলে আসরটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে।
এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও অবশ্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিশ্ব জুড়েই এখন অনিশ্চিত অবস্থা। সেপ্টেম্বরে পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনই বলা মুশকিল। পুরোটাই নির্ভর করছে অনেকগুলো বিষয়ের ওপর। এখন জল্পনা করে লাভ হবে না। হয়তো চলতি মাসের শেষে একটা পরিষ্কার চিত্র মিলবে। ’
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এমএমএস